ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৬শে কার্তিক ১৪৩২


কুমারখালীতে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, পুলিশসহ আহত অর্ধশতাধিক


৭ জুলাই ২০২০ ০৫:৫৭

প্রতিকি

কুষ্টিয়ার কুমারখালীর পান্টি ইউনিয়নের সান্দিয়ারা গ্রাম এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুগ্রুপের সংঘর্ষে পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হবার ঘটনা ঘটেছে।

আজ বেলা ১১টায় পান্টি ইউনিয়নের ডাঁসা গ্রামের বীরমুক্তিযোদ্ধা দুলাল শেখের ছেলে মামুন শেখের সাথে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামিউর রহমান সুমনের সাথে দীর্ঘদিন যাবত কলহ চলে আসছে। তারই ধারাবাহিকতায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুগ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কুমারখালী থানা ও স্থানীয় ক্যাম্পের পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে রাবার বুলেট ব্যবহার করে। ঘটনাস্থলে একজন নিহত ও পুলিশ সহ অর্ধশতাধিক আহত হয়। নিহত ব্যাক্তি সান্দিয়ারা গ্রামের মৃত মোফাজ্জেলের ছেলে বিল্লাল (৪৮)।

এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন একজন নিহত হয়েছে শুনেছি। ইতিমধ্যে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আপাতত এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।