পাবনায় ইউপি ছাত্রলীগ নেতার বাড়ীতে দূবৃত্তদের হামলা ভাংচুর ও লুটপাট

পাবনা সদর উপজেলার মালঞ্চী ইউনিয়নের ভবানীপুর গ্রামে পূর্ব শত্রুতাকে কেন্দ্র করে ইউপি ছাত্রলীগ সম্পাদকের বাড়ীতে দূবৃত্তদের হামলা ভাংচুর ও লুটপাট করেছেন দূবৃত্বরা।
০৪-০৭-২০২০ শনিবার রাতে একদল সন্ত্রাসী দূবৃত্ত এ ভাংচুর চালায় বাড়িতে। এসময় ওই বাড়ি ঘরের টিনের বেড়া ,দরজা ,ঘরের ভেতরের আসবাবপত্র কুপিয়ে নষ্ট করে ফেলে। ভাংচুর হওয়া স্থানে তিনটি গুলির খোসাও পাওয়া যায়।
এ এবিষয়ে মোঃ সিরাজুল ইসলাম বলেন, অামি মালঞ্চী ইউপি ছাত্রলীগ সাধারন সম্পাদক অামার বাড়ীতে রাতে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে। এবং গরু ছাগল, ঘরে থাকা টাকা নিয়ে গেছে। অামি দৌড়ে না পালালে অামাকে মেরে ফেলতো ওরা।
এতে এলাকাবাসি আতঙ্কি হয়ে পরে। রাতের অন্ধকারে এই ভাংচুর কারা চালিয়েছে তাদের বিরুদ্ধে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ বিষয়ে মালঞ্চী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ অাব্দুল অালীম জানান, রাতে ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা করেছেন দূবৃত্বরা অামি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি ও প্রশাসনের কাছে এর সুষ্ঠু বিচারের দাবী করছি।
এ এবিষয়ে মালনঞ্চী ইউপি ছাত্রলীগ সভাপতি মোঃ শেখ শান্ত জানান, বাংলাদেশ ইউপি শাখা ছাত্রলীগ নেতার বাড়ীতে গুলি হামলার তিব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। এ এবিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাছিম আহম্মেদ বলেন,
ছাত্রলীগ নেতার বাড়ীতে ভাংচুর করা হয় হয়েছে শুনেছি এখন লিখিত অভিযোগ পাননি পেলে তা আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।