ঢাকা শুক্রবার, ২৯শে মার্চ ২০২৪, ১৬ই চৈত্র ১৪৩০


নাটোরের বড়াইগ্রামে বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন


৬ জুলাই ২০২০ ০৭:০৫

নতুনসময়

নাটোরের বড়াইগ্রামে সুন্দর প্রাকৃতিক পরিবেশ রুপায়নের জন্য ৫ হাজার গাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

রোববার বিকালে উপজেলা আওয়ামীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচীর আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত) আঃ কুদ্দুস মিয়াজী গাছের চারা রোপনের মাধ্যমে এ উদ্বোধন কর্মসূচীর কার্যক্রম শুরু করেন।

মাঝগ্রাম ইউনিয়ন পরিষদের সামনে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণসম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান মিজান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, জোয়ারী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল , মাঝগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আশরাফুল ইসলাম আশু , সাধারণ সম্পাদক বজলুর রহমান, ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস সহ প্রমূখ নেতৃবৃন্দ ।

উদ্বোধনকালে মিজানুর রহমান মিজান জানান, মাঝগাও ইউনিয়ন পরিষদের সামনে থেকে তিরাইল অভিমুখে রাস্তার উভয় পার্শে ও বড়াইগ্রাম ইউনিয়নে দুই কিঃমিঃ রাস্তায় আকাশ মনি,অর্জুন ও পেয়ারা গাছের ৫ হাজার চারা রোপন করা হয়েছে।

নতুনসময়/আনু