নাটোরের বড়াইগ্রামে খেলার মাঠে যুবক ও শিশু-কিশোরদের মাঝে ফুটবল বিতরন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার অন্তর্গত নগর ইউনিয়নের বিভিন্ন মাঠে গিয়ে যুব এবং তরুন সমাজকে ফুটবল খেলায় উদ্বুদ্ধ করতে উপজেলা চেয়ারম্যান ডাক্তার সিদ্দিকুর রহমান পাটোয়ারী নিজ হাতে ফুটবল বিতরণ করেন। এ সময় ইউনিয়ন যুবলীগ সভাপতি এ্যডভোকেট মোঃ মিঠু এবং ইউনিয়ন যুবলীগ সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম শরীফসহ যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় জনবান্ধব নেতা উপজেলা চেয়ারম্যান ডা: সিদ্দিকুর রহমান পাটোয়ারী সাহেব বলেন, বর্তমান সমাজ ব্যাবস্থা ডিজিটাল সমাজ ব্যাবস্থা। দেশ পুরোপুরি ডিজিটালাইডস হওয়ার কারণে স্মাটফোন এবং ইন্টারনেট সহজ লভ্য হয়েছে। বর্তমান যুবসমাজ এমনকি শিশু কিশোরদের ভিতরে ও অনেক সময় ইন্টারনেট আসক্তি চলে আসছে । এই ইন্টারনেট আসক্তি এবং নেশা থেকে যুবসমাজকে রক্ষা করতে খেলাধুলা র কোন বিকল্প নেই। যুবসমাজ এবং শিশু কিশোর দের অবসর সময়ে খেলার মাঠে ধরে রাখতে আমরা বিগত পাঁচ সাত বছর যাবত বিভিন্ন মাঠে গিয়ে খুদে ফুটবলারদের মাঝে ফুটবল বিতরণ কার্যক্রম চালিয়ে আসছি। আমরা চাই শিশু-কিশোর এবং যুব সমাজ অবসর সময় খেলার মাঠেই খেলাকে কেন্দ্র করে এই সময়টা বিনোদন উপভোগ করুক।
এ সময় ইউনিয়নের মশিন্দা (সরকরী প্রাথমিক বিদ্যালয় ),মেরিগাছা( উচ্চ বিদ্যালয়),কুরশাইট
(বালিকা বিদ্যালয়),নগর (উচ্চ বিদ্যালয়),শাহেব বাজার(করম আলী উচ্চ বিদ্যালয়), পাঁচ বাড়িয়া (নতুন বাজার),ধানাইদহ,(খলিশা ডাঙ্গা ডিগ্রী কলেজ ) মাঠে গিয়ে নিজের হাতে সরাসরি খুদে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান ডঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী।