ঢাকা মঙ্গলবার, ১৩ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


দেবিদ্বারে তদন্ত কমিটির সামনে জোরপূর্বক স্বাক্ষর নিয়ে তদন্তের প্রতিবেদন দাখিল


১ জুলাই ২০২০ ০২:২৪

ছবি সংগৃহীত

কুমিল্লার দেবিদ্বার উপজেলার রসুলপুর ইউনিয়ন ৩ ও ৫ নং ওয়ার্ডে ওএমএস এর চাল এর কার্ড নিয়ে অনিয়ম ও চাল আত্নসাৎ এর বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে গত ১৩-০৪-২০২০ তারিখে কয়েকটি ভিডিও ভাইরাল হলে পুরো ইউনিয়ন জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় ।
এরপর ওয়ার্ডের ভোক্তভোগী জনগন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করলে,বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সমবায় অফিসার মোশারফ হোসেন ভূইয়া-কে আহবায়ক করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয় , তদন্ত শেষে ২২ শে এপ্রিল ২০২০ তারিখে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্নসাৎ ও অনিয়মের অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা বলে প্রতিবেদন দাখিল করে । কিন্তু তদন্ত প্রতিবেদন সম্পূর্ন মিথ্যা অভিযোগ করে ৫ই মে ২০২০ তারিখে আবারো উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভোক্তভোগীরা নতুন করে তদন্তের জন্য আবেদন করেন ।
অভিযোগ কারী আবু জাহের বলেন,৪ং ওয়ার্ডের সদস্য সুলতান মেম্বার এর ঘরে আমাকে এবং আমার ভাইয়ের বউকে টানা ২ ঘন্টা আটকে রেখে চেয়ারম্যান অফিসে এনে জোরপূর্বক ভাবে তদন্ত কমিটির সামনে আমাদের স্বাক্ষর নেওয়া হয়েছে । আমরা এই ধরনের ঘৃন্য অপরাদের বিচার চাই ।
এমন অভিযোগের ভিত্তিতে রসুলপুর ইউনিয়ন এর চেয়ারম্যান কামরুল হাসান এর মুঠোফোনে কয়েকবার চেষ্ঠা করেও যোগাযোগ করা যায় নি।
অন্যদিকে তদন্ত কমিটির আহবায়ক মোশারফ হোসেন ভূইয়ার সাথে যোগাযোগ করলে তিনি ঘটনা এড়িয়ে যাওয়ার চেষ্টা করে,পরে তিনি বলেন তদন্ত কালে যে রকম রিপোর্ট পাওয়া গেছে, সেই ভাবে প্রতিবেদন দাখিল করা হয়েছে ।
রসুলপুর ইউনিয়ন এর ৩ ও ৫ নং ওয়ার্ডে বাসিন্দারা জানান দ্রুত সময়ের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্নসাৎ ও অনিয়ম এর বিষয়টি আবারো তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জোর দাবী জানায় ।