ঢাকা সোমবার, ১০ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


বুড়িগঙ্গায় যাত্রীবোঝাই লঞ্চ ডুবি


২৯ জুন ২০২০ ১৭:১৪

রাজধানীর বুড়িগঙ্গা নদীর শ্যামবাজার এলাকায় যাত্রীবোঝাই একটি লঞ্চ ডুবে গেছে। সোমবার (২৯ জুন) সকালে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার কাজ চালাচ্ছেন। জানা গেছে, ময়ুর ২ নামের একটি লঞ্চের ধাক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

খবর পেয়ে উদ্ধার কাজে অংশ নিতে নারায়ণগঞ্জ থেকে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজ রওয়ানা দিয়েছে। তবে এখন পর্যন্ত কোন যাত্রীকে উদ্ধার বা হতাহতের খবর পাওয়া যায়নি।