ঢাকা মঙ্গলবার, ২৬শে আগস্ট ২০২৫, ১২ই ভাদ্র ১৪৩২


এখন কৃষকের ঘুম যেন সোনার হরিণ


২৯ জুন ২০২০ ০১:৪৪

ছবি সংগৃহীত

কৃষকের ঘুম কেড়ে নিয়েছে অকাল বন্যা।প্রকৃতি যেন কৃষকের বিরুদ্ধে কথা বলছে। বৃষ্টির প্রত্যেকটা ফোটাই কৃষকের স্বপ্ন যেন মলিন হয়ে যাচ্ছে। অতিবৃষ্টির কারণে সৃষ্ট অকাল বন্যায় কৃষকের ফসল নষ্ট করে দিচ্ছে। আর এতে করে প্রচুর ক্ষতির মুখে পড়েছে সাধারণ কৃষক। করোনা ভাইরাসের কারণে পৃথিবী যখন অচল, এই অবস্থায় বাংলাদেশের কৃষকের একমাত্র ভরসা ছিল মৌসুমী ফসল। আমরা অবগত আছি রাজশাহীর মোহনপুর উপজেলায় অনেক আবাদি জমিতে পানের বরজ করা হয় এবং সেই বরজের ওপর নির্ভর করে অনেক পরিবার জীবিকা নির্বাহ করে। কিন্তু অকাল বন্যাযর প্রস্তুতি নেওয়ার আগেই সেগুলো পান বরজে বন্যার পানি ঢুকে যায়। আর এতে করে পান বরজের মালিক এবং পান বরজের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করা কৃষক দুজনেই অনেক ক্ষতির মুখে পড়ে। একই পরিস্থিতিতে পড়েছে বাংলাদেশের অসংখ্য জেলা এবং উপজেলার কৃষক। দিনশেষে রাতে দুশ্চিন্তায় যেন কৃষকের ঘুম সোনার হরিণ হয়ে পড়েছে। এ সময় তাদের একমাত্র ভরসা মহান আল্লাহ্ পাক এবং সরকারের হস্তক্ষেপ।