রূপগঞ্জের বহুল আলোচিত ফুটপাত তুলে বৃক্ষরোপন করেছেন উপজেলা প্রশাসন

রূপগঞ্জের ভূলতা গাউছিয়ার বহুল আলোচিত ফুটপাত তুলে সেখানে বৃক্ষরোপন করেছে উপজেলা প্রশাসন। রবিবার দুপুর ৩টার দিকে ভূলতা গাউছিয়া এলাকার গাউছিয়া মার্কেট-১, ২, মীর মার্কেট, তাঁতবাজার, আব্দুল হক সুপার মার্কেট এলাকায় এ বৃক্ষরোপন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগম ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া। উল্লেখ্য যে এ মার্কেটগুলো ফ্লাইওভারের নীচে হওয়ায় সুন্দর্য্য বর্ধনে এবং পরিবেশ রক্ষায় এ কার্যক্রম হাতে নিয়েছেন প্রশাসন।
সচেতনমহল বলেন এ এলাকায় দীর্ঘ ৩০বছর যাবত ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে সমস্যা সৃষ্টি করে আসছিল একটি গোষ্টি। এই ফুটপাতের আদিপত্ত নিয়ে ইতিপুর্বে অনেক সময় দাঙ্গাহাঙ্গামারসহ প্রাণনাশের ঘটনাও ঘটছে। আজ উপজেলা প্রশাসনের উদ্্েযগে গাউছিয়া এলাকার দৃশ্য একেবারেই পাল্টে গেছে। আমরা উপজেলা প্রশাসনের এ কাজকে স্বাধুবাদ জানাই। এ বৃক্ষরোপনের সময় উপস্থিত থাকেন, ভূলতা ফাঁড়ির ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, উপজেলার প্রশাসনের পক্ষে ভূলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবক রাকিব আল হাসান বাদল, মার্কেট ম্যানেজার আউয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।