সিরাজগঞ্জে নিজ বাড়ীতেই ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখন

একদল সশস্ত্র সন্ত্রাসীর হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়েছেন সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হান্নান খান।
রবিবার ভোরে সন্ত্রাসীরা চেয়ারম্যানের নিজ বাসভবনে এই হামলা চালায়। আহত চেয়ারম্যানকে বগুড়া ঠেঙ্গামারা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা অনেকটাই সংকটাপন্ন বলে জানা গেছে।
চেয়ারম্যানের পবিারের সদস্যরা জানান, ভোরে বাসার কলিং বেল চেপে চেয়ারম্যানের রুমে ঢুকে পড়ে একদল মুখোশধারী সন্ত্রাসী। এসময় চেয়ারম্যানকে বেধরক কুপিয়ে আহত করা হয়। এসময় চেয়াম্যানের স্ত্রীর চিৎকারে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রথমে চান্দাইকোনা একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া ঠেঙ্গামারা হাসপাতালে নেওয়া হয়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে জানান, চেয়ারম্যানের বাসার লোকজন সন্ত্রাসীদের চিনতে পারেননি এবং তারা কেউই এলাকার নন। তবে তদন্ত সাপেক্ষে হামলাকারীদের চিহ্নিত করা সম্ভব বলেও তিনি জানান। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে তিনি জানান।