জয়পুরহাটের আক্কেলপুরে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুরে বজ্রপাতে একসাথে দুইজন কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি শনিবার (২৭ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দ্রপাইল গ্রামে ঘটেছে। নিহতরা হলেন, উপজেলার রায়কালী ইউনিয়নের চন্দ্রপাইল গ্রামের লুৎফর রহমানের ছেলে আলম হোসেন (৩৫) ও পাশ্ববর্তী নওগাঁ জেলার বদলগাছী উপজেলার দুধকুড়ি গ্রামের আজিজার রহমানের ছেলে সাখাওয়াত হোসেন (৩২)। তারা দুজনই সম্পর্কে শ্যালক-দুলাভাই বলে জানা গেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, চন্দ্রপাইল এলাকার মাঠে পাশাপাশি শ্যালক-দুলাভাই এর মরিচের ক্ষেত ছিল। শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রচন্ড বৃষ্টিপাতের কারণে সেই ক্ষেতে পানি জমে থাকায় তারা বৃষ্টির মধ্যেই সেই ক্ষেতের পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে যায়। এসময় প্রচন্ড ঝড়, বৃষ্টি শুরু হলে তারা পাশের একটি তাল গাছের নিচে আশ্রয় নেয়। সেখানেই বজ্রপাতে তারা গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের হাসপাতালে নেওয়ার আগেই দুজন মারা যান। বিষয়টি নিশ্চিত করেন রায়কালী ইউনিয়নের চেয়ারম্যান শাহীনুর রহমান হামিদ।