নাসিমকে কটুক্তির অভিযোগে রাবি শিক্ষক সাময়িক বহিষ্কার

পরলোকগত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সময়ে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়া এবং ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী জাহিদুর রহমানকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শনিবার সকালে ভিসি’র বাসভবনে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। ভিসি অধ্যাপক ড. এম আব্দুস সোবহান সভায় সভাপতিত্ব করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন রাবি প্রো-ভিসি অধ্যাপক আনন্দ কুমার সাহা বলেন, শিক্ষক কাজী জাহিদুর রহমান গ্রেফতার হওয়ার পর আমাদের বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের মাধ্যমে আইন পর্যালোচনা করা হয়। আইন পর্যালোচনায় তাকে সাময়িক বহিষ্কার করা ছাড়া কোনো উপায় ছিলো না। তাই গ্রেফতারের দিন গত ১৮ জুন থেকে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে সিন্ডিকেট। তিনি মামলায় জেলে আছেন সেজন্য বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তিনি সাময়িক বহিষ্কার থাকবেন। তবে আইন অনুযায়ী তার বেতনের একটা নির্ধারিত অংশ তিনি পাবেন বলেও জানান প্রো-ভিসি।
এর আগে পরলোকগত সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমকে ফেসবুকে কটুক্তির অভিযোগ তুলে এই শিক্ষকের বিরুদ্ধে মামলা দায়ের করেন রাজশাহী সাগরপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট তাপস কুমার সাহা। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৯ ও ৩১ ধারায় অভিযোগ আনা হয়েছে। গত ১৭ জুন মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কোয়ার্টার থেকে কাজী জাহিদকে গ্রেফতার করে পুলিশ। সেই থেকে গ্রেফতার আছেন ওই শিক্ষক।
এর আগে মোহাম্মদ নাসিম অসুস্থ হওয়ার পর কাজী জাহিদুর তার ফেসবুক পোস্টে স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে কয়েকটি লেখা পোস্ট করেন। পরে তার শাস্তির দাবি জানান ছাত্রলীগ নেতাকর্মী ও আওয়ামীপন্থী শিক্ষকরা।