টঙ্গীতে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী নাসিমা আক্তার আটক

গাজীপুরের টঙ্গীতে চিহ্নিত মাদক সম্রাজ্ঞী নাসিমা আক্তার (৩০) কে আটক করেছে টঙ্গী পূর্ব থানা পুলিশ।
গতকাল (বৃহস্পতিবার) রাতে টঙ্গী নোয়াগাঁও এলাকার নাসিমার বাসা থেকে ১০৫ বোতল ফেনসিডিল সহ তাকে আটক করা হয়।
টঙ্গী পূর্ব থানার এস.আই লিটন শরীফ জানান, গতকাল রাতে গোপন সংবাদে জানতে পারি টঙ্গী নোয়াগাঁও এলাকার তালিকাভুক্ত মাদক কারবারি নাসিমার বাসায় ফেনসিডিল কেনাবেচা হচ্ছে। তখন খবর পেয়ে আমি এবং আমার সঙ্গীয় ফোর্সসহ মাদক কারবারি নাসিমার বাসায় অভিযান চালাই। এ সময় তার হেফাজতে থাকা ১০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে মাদক ব্যবসায়ী নাসিমাকে আটক করি।
টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ মুহম্মদ আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামি নাসিমা আক্তারকে আটক করা হয়েছে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।