ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


কুড়িল বিশ্বরোডে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু


২৫ জুন ২০২০ ২৩:০৩

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় পৃথক সময়ে ট্রেনে কাটা পড়ে তিন জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশ মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

নিহতদের একজন আল আমিন (১৬)। সে দিনমজুর হিসেবে কাজ করতো। বাকিদের পরিচয় জানা যায়নি।

ঢাকা রেলওয়ে থানার বিমানবন্দর স্টেশনের পুলিশ ফাড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘আজ ভোরের দিকে বিশ্বরোডের কাছে রেল লাইনে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি ট্রেনে কাটা পড়ে আল আমিন নামের এক দিনমজুরের মৃত্যু হয়। তার বাড়ি কুড়িগ্রামে।’

‘গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই স্থানে আরেকটি ট্রেনের ধাক্কায় দুই জনের মৃত্যু হয়েছে’ উল্লেখ করে তিনি আরও বলেন, ‘তাদের পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে।’