মোহনপুরে নারীসহ তিন ইয়াবা ব্যবসয়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ

রাজশাহীর মোহনপুরে নারীসহ তিন ইয়াবা ব্যবসয়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার খানপুর বাগবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। খানপুর বাগবাজার এলাকায় মাদক ব্যবসায়ীরা ইয়াবা কেনাবেচার সময় অভিযান চালিয়ে মিঠু , আলাউদ্দিন এবং আরিফা খাতুনকে গ্রেপ্তার করা হয়। আসামিদের দেহ তল্লাশি করে ১৫৮ পিচ ইয়াবা উদ্ধার করেছে পুলিশ।
এছাড়াও মাদক ব্যবসার কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেলসহ মোবাইল ফোন জব্দ করা হয়। আসামিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
গ্রেপ্তারকৃতরা হল:- মোহনপুর উপজেলার বিদ্রিকা গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে মিঠু (২৫), আতানারায়নপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে আলাউদ্দিন মন্ডল(৩৮) ও বাগমারা উপজেলার মচমইল বাংলাপাড়া গ্রামের মামুনের স্ত্রী আরিফা খাতুন (৩৩)।
মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মঙ্গলবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজ বুধবার সকালে আসামিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।