ঢাকা বুধবার, ১৪ই মে ২০২৫, ৩১শে বৈশাখ ১৪৩২


নাটোরের বড়াইগ্রামে করোনা মোকাবেলায় সম্পৃক্তদের মাঝে পিপিই বিতরণ


২৪ জুন ২০২০ ০২:১৫

ছবি সংগৃহীত

নাটোরের বড়াইগ্রাম উপজেলায় করোনা ভাইরাস মোকাবেলায় যারা সম্পৃক্ত রয়েছে তাদেরকে পিপিই (পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট) প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে পরিষদের উদ্যোগে এই পিপিই বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ। উপজেলা পরিষদ চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠিত পিপিই বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাম্মৎ শরীফুন্নেছা, ইউএনও আনোয়ার পারভেজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি ও অন্যদের মধ্যে বড়াইগ্রাম ইউপি চেয়ারম্যান মোমিন আলী, কৃষি কর্মকর্তা ইকবাল আহম্মেদ প্রমূখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথি জেলা প্রশাসক মো. শাহরিয়াজ ইউপি সদস্য দের প্রশংসা করে বলেন,মাঠ পর্যায়ে নিজের জীবনের মায়া ত্যাগ করে করোনা যুদ্ধের সম্মুক যোদ্ধারা হলেন ইউপি সদস্য এবং সাংবাদিক । সাংবাদিকদের আহ্বান করেন ইউপি সদস্যদের ভালো দিকগুলো জনসম্মুখে তুলে ধরতে।

অনুষ্ঠানের সভাপতি উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, সমাজের এই দুর্দিনে সম্মুখযুদ্ধ ইউপি সদস্য এবং সাংবাদিকবৃন্দ আপনারা এতদিন করোনা যুদ্ধে সম্মুখযোদ্ধা ছিলেন আগামীতেও সামনে থেকে যুদ্ধ চালিয়ে যাবেন আমি ডঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী আপনাদের সাথে আছি, এই যুদ্ধে আপনাদের প্রয়োজনীয় সকল সরঞ্জামাদির যোগান দিয়ে আপনাদের পাশে সার্বক্ষণিক তদারকিতে থাকবো এই বড়াইগ্রামে।

পিপিই বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবু হানিফ। অনুষ্ঠানে উপজেলার সকল ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য, গ্রাম পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকগণের মাঝে উন্নত মানের পিপিই বিতরণ করা হয়।