ঢাকা বৃহঃস্পতিবার, ৯ই মে ২০২৪, ২৭শে বৈশাখ ১৪৩১


রামেক হাসপাতালে আজ সোমবার সকাল পর্যন্ত ৪৪ জন রোগী মারা গেছে


২৩ জুন ২০২০ ০০:১২

ছবি সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবং এ রোগের উপসর্গ নিয়ে সোমবার (২২জুন) সকাল পর্যন্ত ৪৪ জন রোগী মারা গেছেন। এদের মধ্যে ৮জন রোগী করোনায় আক্রান্ত ছিলেন। আর ৩৬ জন রোগী মরা গেছেন করোনা উপসর্গ নিয়ে। এদের সকলেই হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান।মৃতদের অধিকাংশই ৫০ উর্ধ্ব পুরুষ। সকলেই রাজশাহীসহ চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, নাটোর ও নওগাঁ জেলার বাসিন্দা। হাসপাতালের অন্যান্য রোগীদের স্বাস্থ্য সুরক্ষার জন্য করোনা আক্রান্ত বা উপসর্গ নিয়ে আসা রোগীদের পৃথক ওয়ার্ডে রেখে চিকিৎসা সেবা নিশ্চিত করছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস। এদিকে সোমবার সকাল পর্যন্ত রামেক হাসপাতালসহ খ্রিষ্টান মিশন হাসপাতালে মোট ১৭ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি আছেন। এদের মধ্যে ১জন আইসিইউতে চিকিৎসাধিন। ২৯ নম্বর করোনা ওয়ার্ডে ১২জন এবং ৪জন মিশন হাসপাতালে থেকে চিকিৎসা নিচ্ছেন। হাসপাতালে ভেন্টিলেটরসহ আইসিইউ বেডের সংখ্যা ১৫টি। যেখানে রোগী ভর্তি আছেন ৪জন।