ঢাকা বৃহঃস্পতিবার, ১৫ই মে ২০২৫, ১লা জ্যৈষ্ঠ ১৪৩২


মানিকগঞ্জে আইসোলেশনে চিকিৎসাধীন নারীর মৃত্যু, নমুনা সংগ্রহ


৩০ এপ্রিল ২০২০ ০২:০৬

প্রতিকি

করোনার উপসর্গ নিয়ে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় জরিনা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার বিকেল ৪ টার দিকে তার মৃত্যু হয়।

তিনি বেউথা এলাকার মৃত আব্দুল আলীর স্ত্রী এবং বাংলাভিশন চ্যানেলের মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আকরাম হোসেনের শ্বাশুড়ি। তিনি ডায়াবেটিস হাসপাতালের অফিস সহায়ক হিসেবে কর্মরত ছিলেন।

আকরাম হোসেন জানান, তার শ্বাশুড়ি ডায়াবেটিসসহ শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। সকালে হাসপাতালে আনার পর তার নমুনা সংগ্রহ করা হয় এবং তাকে আইসোলেশনে রাখা হয়। পরে বিকেল ৪টার দিকে তিনি মারা যান।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: আরশ্বাদ উল্লাহ জানান, করোনার উপসর্গ নিয়ে ওই নারী হাসপাতালে আসলে তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। পৌরসভার মেয়রের মাধ্যমে বেউথা কবরাস্থানে তাকে দাফন করা হবে।

সিভিল সার্জন ডা: আনোয়ারুল আমিন আখন্দ জানান, গত ২৪ ঘন্টায় জেলায় মোট ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২১ জন ।