হোয়াইক্যং বাজার মনিটরিং করলেন ইউপি চেয়ারম্যান আনোয়ারী

প্রতি সপ্তাহে দুইদিন হাট বাজার বসে হোয়াইক্যং ষ্টেশনের পুর্বপাশে। তারই ধারাবাহিকতায় আজও বাজার বসেছে।উক্ত বাজার পরিদর্শন করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী।
জানাযায়, সোমবার টেকনাফ থানার অন্তর্গত হোয়াইক্যং'র' হাটবাজার পরিদর্শন করেছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান।
তিনি বাজার পর্যাবেক্ষণ করতে গিয়ে প্রত্যেক ব্যবসায়ীকে বেচাকেনার সময় সামাজিক দূরত্ব নিশ্চত বজায় রেখে তাদের ব্যবসা চালিয়ে যেতে নির্দেশ প্রদান করেন। প্রয়োজনে কোনো সমস্য দেখা দিলে খোলা মাঠে বাজার সরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন।
সকল ক্রেতাদের উদ্দেশ্যে বলেন, আপনাদের জরুরত পূরণের স্বার্থে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার খোলা রাখা হয়েছে।পাশাপাশি সকলের সুবিধার্তে সরকার এখনো কাঁচা বাজারও ঠিকই অব্যাহত রেখেছেন।
নিজেদের স্বাস্থ্যের যত্ন নেয়া সকলেরই নিজ নিজ দায়িত্ব বলে জানান।ক্রেতাদেরও কেনাকাটার সময় পরিবেশ ঝুঁকিপূর্ণ না করার অনুরোধ করেন।
জরুরী অবস্থায় নিজগৃহ থেকে বের হলে, মাস্ক পড়ে বের হওয়ার প্রতি গুরুত্বারুপ করেছেন।সেই সাথে বাজার কমিটি দেরও প্রতিনিয়ত বাজারে যেন লোক সমাগমন হয়ে সমাজকে ঝুঁকিপূর্ণ পরিবেশের দিকে ঠেলে দিতে না পারে সেদিও খেয়াল রাখার জন্য উৎসাহ প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন,বাজার কমিটির সকল সদস্যবৃন্দ ও অত্র ইউনিয়নের চকিদারগন।