চিত্রা নদীতে ভাসছে টিসিবি’র সয়াবিন তেলের খালি বোতল

পবিত্র রমজান মাস উপলক্ষে নায্যমূল্যে বিক্রির জন্য আনা টিসিবির (ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ) সিলযুক্ত সয়াবিন তেলের কয়েকশ খালি বোতল নড়াইলের চিত্রা নদীতে ভেসে বেড়াচ্ছে। শহরের রূপগঞ্জ-পংকবিলা খেয়া ঘাটের কয়েকজন মাঝি এমন কিছু তেলের বোতল উদ্ধার করেছেন।
জানা গেছে, গত এক সপ্তাহের ব্যবধানে নড়াইল সদর, লোহাগড়া এবং কালিয়া উপজেলার বিভিন্ন বাজার থেকে অবৈধভাবে টিসিবির সয়াবিন তেল, ছোলা ও চিনি বিক্রির অপরাধে বেশ কয়েকজনকে পুলিশ আটক করে এবং পরে ভ্রাম্যমাণ আদালত তাদের জেল-জরিমানা করেছেন। ধারণা করা হচ্ছে, আটক ও জেল-জরিমানার ভয়ে অবৈধভাবে কেনা টিসিবির ৫ লিটার এবং ২ লিটারের বোতল থেকে ড্রামে তেল ঢেলে রেখে ব্যবসায়ীরা খালি বোতল পানিতে ফেলে দিয়েছেন। গতকাল শনিবার রাতে শহরের রূপগঞ্জ খেয়া ঘাটের কয়েকটি ডিঙ্গি নৌকার মাঝি এসব বোতল দেখতে পেয়ে তা উদ্ধার করেন।
এ নিয়ে নড়াইলের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) জাহিদ হাসান বলেন, ‘বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। এভাবে কাউকে ধরা বেশ কঠিন। তবে আমরা আরও বেশি সতর্ক দৃষ্টি রাখছি।’
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, বিষয়টি তার জানা নেই।