আশুলিয়ায় এক ব্যবসায়ীর এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত ছুটির মধ্যে শ্রমজীবী মানুষ যাতে খাদ্যকষ্টে না ভোগে সে বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিয়েছেন বলে আশুলিয়ায় পল্লীবিদ্যুৎ এলাকার এক ব্যবসায়ী রাসেল শেখ তার নিজ উদ্যোগে
বৃহস্পতিবার সকালে পল্লীবিদ্যুৎ পূর্ব ডেন্ডাবর এলাকায় শ্রমজীবি অসহায় ও দরিদ্র মানুষদের চাল.ডাল.আলু সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ।
তিনি বলেন, মানবতাবাদী মনোভাবের কারণে আজকে বাংলাদেশে করোনা পরিস্থিতি বিশ্বে সবচেয়ে ভালো অবস্থা বিরাজ করছে তিনি আরো বলেন সমাজের বিত্তবান দের এগিয়ে আসার আহবান জানান ।প্রত্যেকে নিজ নিজ এলাকা থেকে যতটুকু সম্বব অসহায় ও দরিদ্র মানুষ দের কে সাহায্য ও সহযোগিতার হাত বাড়িয়ে দিলে. এলাকার স্বল্প মআয়ের মানুষ কষ্ট কিছুটা লাঘব হবে।