ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


কেশরহাটে এসএস ফিস ফিড কোম্পানির উদ্যোগে খাদ্য বিতরণ


১ এপ্রিল ২০২০ ০২:৫৪

ছবি সংগৃহীত

দেশে চলমান করোনা সংকট মোকাবেলার অংশ হিসেবে খেটে খাওয়া কর্মহীন এবং অসহায় মানুষদের দূয়ারে খাদ্য সহয়তা পৌঁছে দিল বহুল পরিচিত এসএস ফিসফিড কোম্পানি। আজ ৩১মার্চ ২০২০ তাং মঙ্গলবার বিকেলে কেশরহাট শাখায় এর উদ্বোধন করা হয়।
কোম্পানির ব্যবস্থাপক আলমঙ্গীর কবির জুয়েলের উদ্যোগে আয়োজিত সরবরাহ কাজের উদ্বোন ঘোষনা করেন কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদ।
উদ্বোধন ঘোষনা শেষে শতাধিক পরবারকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেলসহ অন্যান্য খাদ্য সামগ্রীর প্যাকেট পৌঁছে দেয়া হয়। এসময় পৌর মেয়র শহিদুজ্জামান বলেন সচেতনতা অবলম্বন করে এসএস ফিস ফিড কোম্পানির খাদ্য সামগ্রী সহয়তা প্রদান অনুপ্রাণিত করেছে। নিজে বাড়িতে থাকুন সুস্থ থাকতে সাহায্য করুন। এছাড়াও জাতির দু্র্দিনে এধরনের উদ্যোগ নিতে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহব্বান জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন কেশরহাট পৌরসভার প্যানেল মেয়র রুস্তম অালী প্রামাণিক, এসএস ফিস ফিড লিমিটেডের পরিচালক শাহজান কবির পিয়াল, কোম্পানির মার্কেটিং ম্যানেজার সুলাইমান অালী রাসেল,দৈনিক সোনার দেশ ও চাঁপাই প্রতিদিনের মোহনপুর প্রতিনিধি মোস্তফা কামাল, সোনালী সংবাদের মোহনপুর প্রতিনিধি এম এম মামুন, নতুন সময় টিভির স্টাফ রিপোর্টার আনছার আলী সাধিন, কোম্পানির জেনারেল ম্যানেজার আতিকুর রহমান, সমাজসবক কামরুজ্জামান প্রমূখ।