করোনা প্রতিরোধে শক্ত অবস্থানে রায়পুরা থানা পুলিশ

নরসিংদীর রায়পুরা থানা পুলিশের অভিযান পরিচালিত হয় দিনব্যাপি “ঘরে থাকুন নিজে বাঁচুন ও অন্যকে বাঁচতে দিন” এই স্লোগানকে সামনে রেখে করোনাভাইরাস মোকাবেলায় অভিযান পরিচালিত হয়।
আজ মংগলবার ৩১ মার্চ দুপুর থেকে দিনব্যাপি উপজেলার বিভিন্ন এলাকায় গণসচেতনতা তৈরির লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়।
সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল মোঃ তারেক রহমান ও এ এস আই তারেকের নেতৃত্বে রায়পুরা বাজার,হাসেমপুর,মহেষ ,আলগী, সাপমারা,নীলকুঠি,পলাশতলী,সাবনগর,তুলাতলি বাজার সহ বিভিন্ন নিয়ম বহির্ভূত দোকান বন্ধগুলো বন্ধ করা হয়। মানুষ রাস্তায় কারন ব্যাতিত চলাফেরা না করার জন্য সকলকে নিরাপদে বাড়িতে থাকা সহ একে অপরের দুরত্ব বজায় রাখার জন্য অনুরোধ করেন। অপর দিখে নিত্যপ্রয়োজনীয় ঔষধ, মুদি-মনোহারী, তরকারী, গ্যাস ও বিকাশের দোকান ব্যতিত অন্যসব ব্যবসা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেন।