ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


এমপি আয়েনের উদ্যোগে দেলোয়ার হোসেনের তত্ত্বাবধায়নে খাদ্যসামগ্রী বিতরণ


৩১ মার্চ ২০২০ ০৪:৩৪

ছবি সংগৃহীত

আজ (৩০শে মার্চ) সোমবার করোনাভাইরাস সংকটে ধুরইল ইউনিয়নের খেটে খাওয়া দিনমজুর মানুষদের মাঝে সরকারী অনুদানের ১০ কেজি চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ধুরইল ইউনিয়ন আওয়ামী লীগের সার্বিক তত্ত্বাবধায়নে মাননীয় এমপি মহোদয়ের উদ্যোগে বিকালে নিরাপদ দুরত্ব বজায় রেখে এ সমস্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন রাজশাহী ৩ আসনের মাননীয় সংসদ সদস্য আয়েন উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন, মোঃ মুরাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহনপুর উপজেলা আওয়ামীলীগ। মোঃ মোস্তাক আহমেদ, অফিসার ইনচার্জ মোহনপুর থানা। অধ্যক্ষ, মুকছেদ আলী মহব্বতপুর আলিম মাদ্রাসা। মোঃ আব্দুল আলিম শেখ, প্রধান শিক্ষক, মহব্বতর উচ্চ বিদ্যালয়। মোঃ আফাজ উদ্দিন, সদস্য, মোহনপুর উপজেলা আওয়ামীলীগ। মোঃ শামিমুল ইসলাম শামিম, সাধারণ সম্পাদক, ধুরইল ইউনিয়ন ছাত্রলীগ। এছাড়া আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন উক্ত খাদ্য বিতরণী অনুষ্ঠানে।

 

নতুনসময়/ একেআর