ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় অটোরিকশার ৪ যাত্রী নিহত


৩০ মার্চ ২০২০ ২৩:২৮

রংপুরের পীরগাছায় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ব্যাটারী চালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। এ ঘটানায় এক শিশুসহ দুই যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।

সোমবার (৩০ মার্চ) দুপুর একটার দিকে উপজেলার অন্নদানগর স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পার্বতীপুর থেকে বোনারপাড়াগামী একটি লাইট ইঞ্জিন অন্নদানগর স্টেশনের রেল ক্রসিংয়ে একটি ব্যাটারী চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোতে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। অপর ৪ যাত্রীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরো দুইজন মারা যান। রেল ক্রসিংয়ের ওই স্থানটিতে কোন গেট ব্যারিয়ার নেই। নিহতদের পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

পীরগাছার অন্নদানগর ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম হাতহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুনসময়/আইকে