ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৭শে কার্তিক ১৪৩২


রাজধানীতে অগ্নিদগ্ধ ৩ জনের অবস্থা আশঙ্কাজনক


২৯ মার্চ ২০২০ ১৮:৩০

রাজধানীর মিরপুর ভাষানটেক এলাকায় একই পরিবারের বাবা, মা, ছেলেসহ তিন জন আগুনে দগ্ধ হয়েছেন। তাদের ঢামেকের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। দগ্ধরা হলেন জাকির ( ৪০), তার স্ত্রী রানী (৩৫) এবং তাদের সন্তান রিয়াদ হোসেন জিহাদ (১৭)। প্রতিবেশী দুলাল জানান, রাত সাড়ে এগারোটার দিকে ওই টিনশেড বাড়িতে বিকট শব্দে আগুন ধরে যায়। এতে ঘরের ভেতরে থাকা স্বামী-স্ত্রী ও সন্তান দগ্ধ হয়। তাদেরকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। তাদের তিনজনের অবস্থাই আশঙ্কাজনক ।

তিনজনেরই সারা শরীর পুড়ে গেছে। তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে বাসার ভেতরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণের পরে আগুন ধরে যায়। ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া চিকিৎসকের বরাত দিয়ে জানান, তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

নতুনসময়/আইকে