ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


খালেদা জিয়ার সাজা স্থগিত, যা বললেন ফখরুল


২৫ মার্চ ২০২০ ০০:০৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা ৬ মাস স্থগিত করেছে সরকার। এ সময় বিএনপি চেয়ারপারসন দেশে থেকে চিকিৎসা নিতে পারবেন। তিনি বিদেশ যেতে পারবে না। আইনমন্ত্রী আনিসুল হক আজ মঙ্গলবার (২৪ মার্চ) বিকালে সংবাদ সম্মেলন ডেকে এ ঘোষণা দেন।

খালেদা জিয়ার সাজা স্থগিত হওয়ার বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গুলশানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটাকে জামিন বলা যায় না। তবে আমাদের দলের স্থায়ী কমিটির সদস্যরা সবাই বসে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে কথা বলে এবং আইনজীবীদের সাথে আলাপ-আলোচনা করে তবেই আমরা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবো।