পাবনায় করোনা ভাইরাস প্রতিরোধে মাক্স বিতরণ

পাবনা প্রেসক্লাব, সংবাদপত্র পরিষদ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব,সাহিত্য ও বিতর্ক ক্লাব এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে পাবনার উদ্যোগে দু‘দিনব্যাপী মাক্স বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বেলা ১১ টায় পাবনা প্রেসক্লাবের সামনে মাক্স বিতরণের উদ্বোধন করেন পাবনা প্রেসক্লাব এবং ক্যাব পাবনা জেলার সভাপতি এবিএম ফজলুর রহমান।
এ সময় তার সাথে মাক্স বিতরণী কার্যক্রমে অংশ নেন পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি জোড়বাংলার সম্পাদক প্রবীণ সাংবাদিক আব্দুল মতীন খান, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পাবনার অধ্যক্ষ ইঞ্জিনিয়ার জমিদার মোঃ আব্দুর রহমান, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক শহিদুর রহমান,পাবনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, ক্যাবের সাধারণ সম্পাদক ও সংবাদপত্র পরিষদের কল্যাণ সম্পাদক এস এম মাহবুব আলম, ক্যাবের সহ-সভাপতি রুহুল আমিন বিশ্বাস রানা , অধ্যক্ষ জেবুনেছা ববিন, যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, প্রচার সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, অর্থ সম্পাদক মাওঃ মোস্তাফিজুর রহমান,কার্যকরী সদস্য সুশিল তরফদার,সাহিত্য ও বিতর্ক ক্লাব পাবনার সভাপতি ড. মনছুর আলম, সাধারণ সম্পাদক এস এম ফরিদ,ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সাধারণ সম্পাদক আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, মাছরাঙা টিভির উত্তরাঞ্চলীয় ব্যুরোচীফ উৎপল মীর্জা , আঞ্জুমান মুফিদুল ইসলাম পাবনার চেয়ারম্যান আলহাজ্ব মোশারফ হোসেন, পাবনা টেকনিক্যাল স্কুলএন্ড কলেজের ইনস্ট্রাক্টর আলী আকবর মিয়া রাজু , বার্তা সংস্থা আইএনএস প্রধান সম্পাদক হাসান আলী, বার্তা সংস্থা ইউএনএস বার্তা সম্পাদক এস পারভেজ,সাংবাদিক সুমন, তানজিল মিজান প্রমুখ। গতকাল প্রথম দিনে রিকশা চালকসহ পথচারী নারী পুরষের মধ্যে প্রায় দেড় সহস্রাধিক মাক্স বিতরণ করা হয়।