রাজশাহীর কেশরহাটে ছাত্রলীগের উদ্যোগে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাট বাজারে কোরোনা ভাইরাস সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে হ্যান্ড স্যানিটাইজার সামগ্রী ও সচেতনতা মুলক লিফলেট বিতরণ করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক ও তার অঙ্গ সংগঠন গুলো।
আজ ২৩ মার্চ সোমবার বিকেলে ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রায় ২৫/৩০ জন ছাত্রলীগ কর্মী মিলে স্যানিটাইজার সামগ্রী হিসেবে সাবান, মাস্ক ও লিফলেট বিতরণ করে।
স্যানিটাইজার সামগ্রী বিতরণ শেষে বাজারের প্রধান ফটকে জনসচেতনতার জন্য করোনা ভাইরাস প্রতিরোধের উপর বিভিন্ন পদ্ধতি নিয়ে বক্তব্য রাখেন মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক।
এসময় উপস্থিত ছিলেন, কেশরহাট পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন ওয়ার্ডের ছাত্রলীগ নেতাকর্মীরা।