ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ ১৪৩২


রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনায় ১ জন নিহত


২২ মার্চ ২০২০ ২৩:১৬

ছবি সংগৃহীত

আজ সকাল ১১ টার সময় রাজশাহী-নওগাঁ মহাসড়কে দুর্ঘটনায় একজন ব্যক্তি নিহত হয়েছেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী হতে জানা যায়, নিহত ব্যক্তির নাম মোঃ আব্দুল হোসেন (৮৫)। সে রাজশাহীর মোহনপুর উপজেলার নাকোইল গ্রামের মৃত জহির খানের ছেলে। আজ সকালে মৃত আব্দুল হোসেন সাবাই হাট হতে রাজশাহী যাওয়ার উদ্দোশ্যে সিএনজিতে ওঠেন। পথের মাঝে হাটরা মোড় হতে সামনে এসে কেশরহাট ডিগ্রী কলেজ এর কাছাকাছি তেতুলতলা নামক স্থানে পিছন হতে একটি রেজিস্ট্রিবিহীন ট্রাক সিএনজিতে ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার ফলে সিএনজি হতে আবুল হোসেন পড়ে যায় এবং তার ডান পায়ের উপর দিয়ে ট্রাকের চাকা চলে যায়। ফলে ঘটনাস্থলে সে মারাত্মকভাবে আহত হয় এবং তার ডান পা ছিড়ে যায়। আহত আবুল হোসেনকে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। কিন্তু পথের মাঝেই তিনি মারা যান। কোন অভিযোগ না থাকায় মোহনপুর থানা পুলিশ একটি অপমৃত্যু মামলা রুজু করেন এবং লাশ মৃতের পরিবারের নিকট হস্তান্তর করেন।