ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে বদলগাছী থানায় অন্ত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত


১৯ মার্চ ২০২০ ০২:২১

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে নওগাঁ জেলার বদলগাছী থানার অফিসার ইনচার্জ জনাব চৌধুরী জোবায়ের আহাম্মদ এর সভাপতিত্ত্বে বদলগাছী থানা পুলিশের অফিসার ও ফোর্সদের নিয়ে অন্ত ব্যাডমিন্টন খেলা অনুষ্ঠিত হয়।

উক্ত খেলায় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আবু তাহের মহোদয়। গত ২০২০ সালের জানুয়ারী মাসে বদলগাছী থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে সর্বমোট ১০ টি দল গঠন করে ব্যাডমিন্টন টুর্নমেন্ট খেলা শুরু হয়। খেলাটি লীগ আকারে সকল দলের খেলা শেষ করে বদলগাছী থানার অফিসার ইনচার্জ ফাইনাল খেলার দিন ধার্য করা হয় মঙ্গলবার।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্ম শতবার্ষিকী উপলক্ষে তিনি এ দিন ধার্য করেন এবং এরই ধারাবাহিকতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকীর দিন সন্ধ্যা ০৭.৩০ ঘটিকায় দুইটি দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন। ফাইনাল খেলা শেষে উপজেলা নির্বাহী অফিসার ও বদলগাছী থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহাম্মদ বিজয়ী দল, রানার্স আপ দল, শেষ্ঠ খেলোয়ারদের হাতে ট্রফি তুলে দেন এবং সকল দলকে ম্যাডেল পরিয়ে ভবিষ্যতে এই খেলা ধরে রাখার জন্য উৎসাহিত করেন। খেলা শেষে বদলগাছী থানার পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে অফিসার ও ফের্সের মাঝে বড় খানার আয়োজন করা হয়।