ঢাকা বৃহঃস্পতিবার, ১৬ই মে ২০২৪, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩১


কেরানীগঞ্জে ৪ জনকে দায়ী করে ব্যবসায়ীর আত্মহত্যা


১৫ মার্চ ২০২০ ০১:০৯

ছবি প্রতিকী

কেরানীগঞ্জে চিরকুট লিখে আমিরুল ইসলাম (৫২) নামে এক ব্যবসায়ী আত্মহত্যা করেছেন। আজ শনিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার বাস্তা ইউনিয়নের দড়িগাঁও এলাকার নিজ বাড়ি থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ওই ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। দক্ষিণ কেরানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান জানান, বেলা ১১টার দিকে বাড়ির একটি ঘরের ফ্যানের সাথে গলায় ফাঁস দেন আমিরুল। খবর পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। এ সময় সেখানে একটি চিরকুট পাওয়া যায়। এতে আমিরুলের মৃত্যুর জন্য চারজনকে দায়ী করা হয়েছে। এছাড়া, পারিবারিক কলহের বেশকিছু বিষয়ও সেখানে লেখা রয়েছে। তিনি আরও জানান, পেশায় ব্যবসায়ী আমিরুলের দু’টি বাড়ি রয়েছে। একটি রাজধানী ঢাকায় ও অপরটি দক্ষিণ কেরানীগঞ্জের দড়িগাঁও এলাকায়। ঢাকার বাড়িটি তিনি স্ত্রীর নামে লিখে দিয়েছেন। এ নিয়ে স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ার কথাও লেখা আছে চিরকুটে। পুলিশের দাবি, পারিবারিক কলহের কারণে হতাশা থেকে আমিরুলের এই আত্মহত্যা। চিরকুটের বিষয়টি খতিয়ে দেখছেন পুলিশ। পোষ্ট মর্টেম শেষে লাশটি তার আত্নীয়ের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। আত্মহত্যায় কারো প্ররোচনার সংশ্লিষ্টতা পাওয়া গেলে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে পুলিশ।