করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রি: ২ যুবকের কারাদণ্ড

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় করোনাভাইরাসের প্রতিষেধক বিক্রির প্রচারকালে দুই যুবককে আটকের পর দুই বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সাজাপ্রাপ্তরা হলেন, ঈশ্বরগঞ্জ থানার মধুপুর গ্রামের রুবেল (২৭) ও কথিত ডাক্তার ফুলবাড়িয়া থানার রাশেদুল ইসলাম (৩৫)।
বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দুয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম তাদের সাজা দেন।
কেন্দুয়া থানার ওসি মো. রাশেদুজ্জামান জানান, দুই যুবক উপজেলার প্রত্যন্ত অঞ্চল গন্ডা ইউনিয়নের বাজারে করোনাভাইরাসের প্রতিষেধক পাওয়া যাচ্ছে বলে মাইকিং করে ঔষধ বিক্রি করছিল। খবর পেয়ে তাৎক্ষণিক সেখানে গিয়ে হাতেনাতে তাদের আটক করা হয়।
তিনি জানান, পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আটকদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেয়ে দুই বছরের কারাদণ্ড দেন। মূলহোতা রুবেলকে সশ্রম ও অপরজনকে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হলেও কোনো জরিমানা করা হয়নি।