সাংবাদিকতায় সম্মাননা পেলেন সময় টিভির বিশেষ প্রতিবেদক রতন সরকার

সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেয়েছেন সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক ও রংপুর ব্যুরো প্রধান রতন সরকার। মঙ্গলবার বিকেলে কাউনিয়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁকে এ সম্মাননা দেয়া হয়।
রংপুরের কাউনিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা টিপু মুন্সি অডিটোরিয়ামে প্রবীণ সাংবাদিক আবেদ আলীর সভাপতিত্বে 'উপজেলা প্রেসক্লাব কাউনিয়া'র প্রতিষ্ঠাবার্ষিকী ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম, মুক্তিযোদ্ধা সরদার আব্দুল হাকিম, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা ভূমি কর্মকর্তা জেসমিন নাহার, উপজেলা প্রকৌশলী সৈয়দ জায়েদ বিন মাসুদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হামিদ সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামসুজ্জামান আজাদ, প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি মোস্তাক আহমেদ, রিপোর্টার্স ইউনিটি কাউনিয়ার সভাপতি শাহ মোঃ মোবাশ্বারুল ইসলাম রাজু, উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার যুগ্ন আহবায়ক নিতাই রায়, সাপ্তাহিক প্রত্যাশার আলো সম্পাদক সারোয়ার আলম মুকুল, বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনসার আলী, বালাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিলদার আলী প্রমুখ।
আলোচনা শেষে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সময় টেলিভিশনের বিশেষ প্রতিবেদক রতন সরকারের হাতে হাতে উপজেলা প্রেসক্লাব কাউনিয়ার পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
পরে অতিথিরা কেক কেটে উপজেলা প্রেসক্লাবের বর্ষপূর্তি উদযাপন ও দ্বিতীয় বর্ষের পদার্পণের শুভ সূচনা করেন।