ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


জাতীয় অ্যাথলেটিক্সের সাবেক খেলোয়াড় কামালের পাশে দাঁড়ালেন মাননীয় প্রধানমন্ত্রী


১০ মার্চ ২০২০ ০২:০০

বাংলাদেশ জাতীয় অ্যাথলেটিক্সের সাবেক খেলোয়াড় এ. কামাল দীর্ঘদিন যাবত অসুস্থ। তার চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য ক্রীড়াবান্ধব মাননীয় প্রধানমন্ত্রী দশ লক্ষ টাকার চেক ও এক লক্ষ টাকা নগদ প্রদান করেছেন।

সোমবার সচিবালয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এম পি জনাব কামালের নিকট এক লক্ষ টাকার চেক ও দশলক্ষ টাকার সঞ্চয়পত্র হস্তান্তর করেছেন। এ সময়ে যুব ও ক্রীড়া সচিব মোঃ আকতার হোসেন উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সব সময় আমাদের খেলোয়াড়দের পাশে থাকেন। তাদের বিপদ আপদে সহযোগিতা করেন। তার সার্বিক পৃষ্ঠপোষকতায় আমাদের ক্রীড়াঙ্গন এগিয়ে যাচ্ছে। অসুস্থ জনাব কামাল মাননীয় প্রধানমন্ত্রী ও যু্ব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নতুনসময়/আনু