ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


আন্তর্জাতিক নারী দিবসে বগুড়ায় র‌্যালি ও আলোচনা সভা


৮ মার্চ ২০২০ ১৮:০৫

‘প্রজন্ম হোক সমতার, সকল নারীর অধিকার’ স্লোগানে বগুড়ায় পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর রোববার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যালিতে এনজিওকর্মী ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা অংশ নেন।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতমাথায় র‌্যালিটি শেষ হয়। সেখানকার মুজিব মঞ্চে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক শহিদুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল। বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা সভায় বক্তব্য দেন।

বক্তারা বলেন, দেশে নারীদের ঘরে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। সেজন্য দেশের উন্নয়নে নারীদের এগিয়ে আসতে হবে।

এআর