ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


মেহেরপুরে হাত-পা বেঁধে ব্যবসায়ীকে হত্যা


৮ মার্চ ২০২০ ১৫:২৭

মেহেরপুরের মুজিবনগরে হাত-পা বেঁধে সুবল চন্দ্র নামের এক সার ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে।

শনিবার রাতে উপজেলার মহাজনপুর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত সুভাষ চন্দ্র মহাজনপুর গ্রামের শ্রী বুদু কুরির ছেলে।

মহাজনপুর গ্রামের বাজারে সুবল চন্দ্র তিন তলাবিশিষ্ট বাড়ির নিচতলায় নিজস্ব রাসায়নিক সারের ব্যবসা করেন।

জানা যায়, রাত ৯টার দিকে সুবল চন্দ্রের স্ত্রী নিচে নেমে দেখেন হাত-পা বাঁধা তার স্বামীর বুকে ও মুখের ওপর দুই বস্তা সার এবং পায়ের ওপর গ্যাস সিলিন্ডার রাখা মৃতদেহ পড়ে আছে।

তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে মৃতাবস্থায় উদ্ধার করেন।

ঘটনার পর পরই পার্শ্ববর্তী কোমরপুর ও মুজিবনগর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়। তবে এ হত্যাকাণ্ডের রহস্য জানা যায়নি।

মুজিবনগর থানার ওসি আবুল হাসেম এ তথ্য নিশ্চিত করেছেন।