ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


ঢাকা-মাওয়া মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২


৭ মার্চ ২০২০ ২২:৩৪

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা মাওয়া মহাসড়কে পুরাতন ফেরিঘাট এলাকায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাস সংঘর্ষে চালকসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। আহত ছয় জনের মধ্যে চার জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুর পৌণে ২টার দিকে উপজেলার মাওয়াগামী তাজ আনন্দ পরিবহনের সাথে ঢাকাগামী মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

মুন্সীগঞ্জ পুলিশ সুপার আব্দুল মোমেন দুর্ঘটনার খবর নিশ্চিত করেন। তিনি জানান, দুইজন নিহত হয়েছে। আহতদের ঢাকা পাঠানো হয়েছে। শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেদায়েতুল ইসলাম ভুইয়া জানান, নিহত দুইজনের মধ্যে একজন জাহিদ (৩২), অন্যজন অজ্ঞাত (মাইক্রোবাস চালক)। আহতরা হলেন, খসরু (৩৫), রেজুয়ান (৩৪), সামসুল হক বান্টি (৩৩), সায়েম (৩২) ও মাহি (৩৫)।

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের সার্জেন্ট সঞ্চয় কুমার বিশ্বাস জানান, ৮জন পুরুষ যাত্রী নিয়ে মাওয়া যাচ্ছিল মাইক্রোবাসটি। পথিমধ্যে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে আনন্দ পরিবহণের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়ে। এতে মাইক্রোবাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান চালকসহ দুইজন। মাইক্রোবাস ও বাসটি হাইওয়ে পুলিশের হেফাজতে আছে বলে জানান তিনি।