মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ

গাজীপুরের টঙ্গীতে মাদরাসার শিক্ষকের বিরুদ্ধে ছাত্রকে বলাৎকারের অভিযোগ পাওয়া গেছে। গেলো মঙ্গলবার এ ঘটনা ঘটলেও গতকাল বুধবার রাতে শিক্ষকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নির্যাতনের শিকার কিশোরের মা।
অভিযুক্ত শিক্ষকের নাম আনোয়ার হোসেন (৩৩)। তিনি বাবুস্ সালাম মাদরাসার অধ্যক্ষ।
অভিযোগ সূত্রে জানা যায়, মাদরাসা পড়ুয়া শিক্ষার্থীদের রান্নায় সহযোগিতা ও বিনা খরচে আরবি শিখতো বলাৎকারের শিকার শিশু। প্রায় কয়েক সপ্তাহ ধরেই এমন নির্যাতন সহ্য করে আসছিল ছেলেটি।
মঙ্গলবার দুপুরে অধ্যক্ষ কিশোরকে মাদরাসার অফিস কক্ষে বলাৎকার করেন। পরে ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। ঘটনার একপর্যায়ে নির্যাতিত কিশোর মাদরাসায় থাকা ইঁদুরের বিষ পান করে। এতে সে অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনার পর থেকে মাদরাসার অধ্যক্ষ পলাতক রয়েছেন।
ওই কিশোর বলে, ঘটনাটি কাউকে না জানানোর জন্য মাদরাসার হুজুর আমাকে ভয় দেখান। আমাকে মাদরাসা থেকে বাইরে আসতে দেননি। অন্য ছাত্রদের দিয়ে আমাকে পাহারা দিয়ে রেখেছিলেন।
টঙ্গী পূর্ব থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে আমার বিস্তারিত জানা নেই।তবে লিখিত অভিযোগ পেয়েছি।