ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


যৌতুক না পেয়ে স্ত্রীকে গলা টিপে হত্যা, স্বামী আটক


৩ মার্চ ২০২০ ২৩:৫৯

রাজশাহীর মোহনপুরের কেশরহাট পৌর এলাকার সাঁকোয়া গ্রামে একজন যুবক তার স্ত্রীকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল দীর্ঘদিন যাবৎ। গতকাল রাতে সে তার স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

জানা যায়, সাঁকোয়া গ্রামের পূর্ব পাড়ার মৃত ইব্রাহিম সরদারের ছেলে মোঃ মামুন রশিদ (৩২) ঐ একই গ্রামের মোঃ আবুল কাশেমের মেয়ে মোছাঃ শিরিনা খাতুন (৩০) কে ইসলামী প্রায় ১৪ বছর আগে বিয়ে করে। বিয়ের পর থেকে মামুন তার স্ত্রীকে নানাভাবে শারীরিক ও মানসিক অত্যাচার করে আসছিল। কিছুদিন আগেই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উক্ত বিষয় গুলো নিয়ে আপোষ মীমাংসা করে দেয়।

বেশ কিছুদিন যাবৎ উপরোক্ত আসামি মামুন তার স্ত্রীকে বলে বাবার বাড়ী হতে ১ লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দিচ্ছিল। গতকাল রাত্রে মামুনের স্ত্রী যৌতুকের টাকা আনতে অপারগতা প্রকাশ করলে মামুন ও তার মা মোছাঃ মাজেদা বেগম (৫৫) শিরিনা খাতুনকে মাথার চুল ধরে টানাহেঁচড়া শুরু করে এবং কিল, ঘুষি, লাথি মারতে থাকে। একপর্যায়ে আসামি মামুন ক্ষিপ্ত হয়ে হয়ে তার স্ত্রীকে গলা টিপে শ্বাসরোধ করে হত্যা করে। যার ফলে মৃত শিরিনা খাতুন এর গলার দুই পাশে কালশিরা এবং বাম হাতের কব্জির নিচে তিনটি কাটা জখমের দাগ দেখা যায় বলে পুলিশ জানায়।

এদিকে মৃত শিরিনা খাতুনের ভাই মোঃ হাসেম আলী (৩৬) বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছে।
এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোস্তাক আহমেদের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমরা মোহনপুর থানা পুলিশ আসামি মামুন রশিদকে আটক করেছি এবং ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।