রামুতে ১০ হাজার ইয়াবা ও ২৫ লাখ টাকাসহ দুবাই প্রবাসীর স্ত্রী আটক

কক্সবাজারের রামু থেকে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকাসহ সমিরা বেগম (২৫) নামে এ ক দুবাই প্রবাসীর স্ত্রীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (৩ মার্চ) বিকেল পৌনে ৫ টার দিকে এসব তথ্য জানিয়েছেন কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) র পরিদর্শক শেখ আশরাফুজ্জামান।
তিনি জানান, রামু উপজেলার রাজারকুলের নয়াপাড়া থেকে নিজ বসতবাড়ী থেকে সমিরাকে আটক করা হয়। আটক সমিরা ওই এলাকার দুবাই প্রবাসী মোহাম্মদ জয়নালের স্ত্রী। তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত কয়েকদিন ধরে তাকে নজরদারি করে আসছিল ডিবি। তার বাসা থেকে ১০ হাজার ইয়াবা ও নগদ ২৫ লাখ টাকাসহ আটক করা হয়ে। পরবর্তী আইনি ব্যবস্থা শেষে তাকে রামু থানায় হস্তান্তর করা হবে।