ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মীর মৃত্যু


৩ মার্চ ২০২০ ০২:২১

ছবি সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমান উল্যাহপুর বাজারে ছাত্র শিবিরের হামলায় আহত ছাত্রলীগ কর্মী রাকিব হোসেনের (২৫) মৃত্যুতে মোহনপুর উপজেলা ছাত্রলীগের উদ্যোগে কেশরহাট বাজারে মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধ্যার পর মোহনপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি অাব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মোহনপুর উপজেলা আওয়ামীলীগ যুগ্ময়-সাধারণ সম্পাদক ও কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশরহাট পৌর যুবলীগের সভাপতি রোকমতজ্জামান টিটু, পৌর সেচ্চাসেবকলীগ নেতা বুলবুল অাহম্মেদ। এছাড়া উপস্থিত ছিল জেলা ছাত্রলীগের সদস্য অাকতারুল ইসলাম, অাজগর অালী, যুবলীগ নেতা রুবেল হোসেন, রায়ঘাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিঠু হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক নাহিদ, ঘাসিগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহাফুজ ইসলাম রকি, সহ-সভাপতি রায়হান, ছাত্রলীগ নতা জীবন ইসলাম মমিন, শাহিন,শাহরিয়াজ্জামান সাদ, মোস্তাকিম বিল্লাহ প্রমুখ।

জানা গেছে, ঘটনাটি ঘটেছিল গত রোববার রাতে । অাজ সোমবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১২টার সময় তার মৃত্যু হয়। মৃত রাকিব হোসেন উল্যাহপুর ইউনিয়ন ছাত্রলীগের সদস্য ও চর আমান উল্যাহপুর গ্রামের সফি উল্যার ছেলে।

আমান উল্যাহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান বলেন, গুরুতর আহত রাকিব হোসেনকে রোববার রাতে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তাকে সাত ব্যাগ রক্ত দেয়া হয়। সোমবার বেলা সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
একই ঘটনায় আহত হাবিবকে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর আহত রায়হান মনু নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় আমান উল্যাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জামায়াত নেতা আলমগীর হোসেনের ভাই ফারুক হোসেনসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
হাসপাতালে আহতরা জানান,

উল্লেখ্য যে, গত রোববার সন্ধ্যার পর স্থানীয় একটি চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন তারা। রাত ৮টার দিকে শিবিরের কয়েকজন এসে এলোপাতাড়ি গুলি করতে থাকে। আতঙ্কগ্রস্ত হয়ে ছুটাছুটি করে স্থানীয়রা। এর মধ্যে শিবিরের কয়েকজন দোকানে ঢুকে ছাত্রলীগ কর্মীদের কুপিয়ে আহত করে। পরে হামলাকারীরা চলে গেলে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ চৌধুরী বলেন, সংঘর্ষের ঘটনায় মৃত রাকিবের মা বাদী হয়ে ২৫ জনকে আসামি করে মামলা করেছেন। এরই মধ্যে চারজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদেরকে গ্রেফতারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।