ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


মোটরসাইকেল না পেয়ে স্কুলছাত্রের আত্মহত্যা


৩ মার্চ ২০২০ ০০:৩৮

বগুড়ার নন্দীগ্রামে বাবার কাছে একটি মোটরসাইকেল আবদার করে না পেয়ে নাজমুল হোসেন (১৪) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। আজ সোমবার দুপুরে উপজেলার পৌর এলাকার কলেজপাড়ায় এ ঘটনা ঘটে।

জানা যায়, নাজমুল হোসেন নন্দীগ্রাম মুক্তিযোদ্ধা টেকনিক্যাল স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা ইসলাম হোসেন একজন ফুটপাতের ব্যবসায়ী।

স্থানীয়রা জানান, বেশ কয়েকদিন ধরে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার জন্য বাবার কাছে আবদার করে আসছিল নাজমুল। বাবা তা কিনে দিতে রাজি না হলে অভিমান করে নাজমুল। অভিমানের জের ধরে আজ দুপুরে স্কুল থেকে বাসায় ফিরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে।

নাজমুলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নন্দীগ্রাম থানার পরিদর্শক (তদন্ত) আনিছুর রহমান। তিনি বলেন, ‘মরদেহটির ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’