ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


বিয়ের তিনদিনের মাথায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার


২ মার্চ ২০২০ ২২:৫৭

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের তিন দিনের মাথায় এখলাছুর রহমান (২৬) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের বাবুলনগর গ্রামের বাসিন্দা।

নিহতের পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রোববার সকাল সোয়া ৬টার দিকে বাড়ির পেছনের আম গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এখলাছুরের লাশ পাওয়া যায়। এ ঘটনার তিনদিন আগেই তার বিয়ে হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজল কুমার কানু বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।