ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


ওভারটেক করতে গিয়ে নিহত ১ আহত ১২


২ মার্চ ২০২০ ২১:১৩

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকায় ট্রাকের পেছনে বাসের ধাক্কায় অজ্ঞাত (৩৫) এক যুবক নিহত হয়েছেন। এতে আরও ১২ বাস যাত্রী আহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। তবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।

ভালুকা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা ইকবাল হাসান জানান, সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জামিরদিয়া মাস্টারবাড়ী এলাকার বাদশা টেক্সটাইল নামের একটি কারখানার সামনে ঢাকাগামী ইমাম পরিবহনের একটি বাস (ময়মনসিংহ-ব-১১-০০৫২) ওভারটেক করতে গেলে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাকের (ঢাকা মেট্টো-ট-২০-৮০২১) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত ও ১২ বাসযাত্রী আহত হন।

খবর পেয়ে ভালুকা ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এদের মধ্য থেকে গুরুতর আহত আটজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ওসি উজায়ের আল-মাহমুদ আদনান জানান, দুর্ঘটনায় নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। দুর্ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

নতুনসময়/ আনু