ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


আজ ধামাচাপা দেওয়া মরদেহ উত্তোলন করা হয় রাজশাহীর মোহনপুরে


২ মার্চ ২০২০ ০৩:০০

ফাইল ছবি

রাজশাহীর মোহনপুরে ধামাচাপা দেওয়া নারীর মরদেহ উত্তোলন করেছে তানোর ও মোহনপুর থানা পুলিশ। তানোর থানার সরোঞ্জায় গ্রামের কাছারিপাড়ার মোঃ আজহার আলীর স্ত্রী মোসাঃ সাহানারা বেগম (৫০) কে গত ১৯ জানুয়ারি পারিবারিক কলহোর জের ধরে শারীরিক ব্যাপক নির্যাতন করে তার স্বামি, ননদ ও জা।

পরে তাকে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থা গুরুত্বর দেখে সাহানারা বেগমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। এরপর ২২ জানুয়ারিতে তার ছেলে মোঃ স্বপন আলী (২৫) বাদী হয়ে একটি মামলা দায়ের করে। প্রায় এক মাস ধরে চিকিৎসার পরে অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি আঘাতপ্রাপ্ত সাহানারা মারা যায়।

পরবর্তিতে যেনতেন ভাবে মিমাংসা করে মৃতের বাবার বাড়ি মোহনপুরের বেড়াবাড়ির গ্রামের দেওয়ানপাড়ায় সাহানারা বেগমের মরদেহটি দাফন সম্পূর্ন করে। কিন্তু পরবর্তিতে বিষয়টি জানাজানি হলে মামলাটি তদন্তের জন্য আজ কবর থেকে মরদেহটিকে আবার উত্তোলন করা হয়।
মরদেহ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন, সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রিফাত-আরা, তানোর ও মোহনপুর থানা পুলিশ, স্থানীয় মেম্বার ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।