ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


মহাখালী সেতু ভবনের সামনে দুর্ঘটনা, নিহত ২


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:১৫

রাজধানীর মহাখালি সেতু ভবনের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন।


মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বনানী থানা পুলিশ সুত্রে জানা গেছে, ওই দুই নারী মোটরসাইকেলের আরোহী। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি। তবে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলে প্রেস লেখা ছিল। মোটরসাইকেলটি উদ্ধার করে নিয়ে আসা হয়েছে।

এ বিষয়ে ঢাকা মেডিকেল প্রতিনিধি জানিয়েছেন, দুর্ঘটনায় আহত দুই নারী মারা গেছেন বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এখন পর্যন্ত নিহতদের পরিচয় নিশ্চিত করা যায়নি।