ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


সকাল সকাল সড়কে প্রাণ গেলো মা-মেয়ের


২৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪২

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে মা-মেয়ে নিহত হয়েছে। নিহতরা হলেন- ফাতেমা বেগম (৩৫) ও তার মেয়ে আরবি (৯ মাস) । তারা কালিয়াকৈর উপজেলার বোর্ডঘর এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ও মেয়ে। আজ সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে।

সালনা-কোনাবাড়ী হাইওয়ে থানার এস আই মো. আনোয়ার হোসেন জানান, সকাল সোয়া ৬টার দিকে গাজীপুরগামী আজমেরী পরিবহনের একটি বাস মৌচাকের আমবাগান এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে কাত হয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মা-মেয়ের মৃত্যু হয়। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছে। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

তিনি আরও জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেছে।বাসটি জব্দ করা হয়েছে।