ঢাকা শুক্রবার, ১৬ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


বান্দরবানে গুলি: আ’লীগ সভাপতিসহ নিহত ২, আহত ৩


২৩ ফেব্রুয়ারি ২০২০ ০৭:৩৮

বাংলাদেশের পার্বত্য জেলা বান্দরবানে প্রচণ্ড গোলাগুলি হয়েছে বলে খবর পাওয়া গেছে। এই গোলাগুলিতে এখন পর্যন্ত নিহত হয়েছেন একজন, তিনি স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। গুলিবিদ্ধ আরও তিনজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বান্দরবান সদর থানার ওসি।

জানা গেছে বান্দরবানের জামছড়িতে হঠাৎ গোলাগুলি শুরু করে একদল সন্ত্রাসী। এসময় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন একজন। এছাড়া আতঙ্কিত হয়ে মারা যান আরও একজন। গুলিতে গুরুতর আহত হয়েছেন তিনজন। এই তিনজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করতে পারে নি পুলিশ।