ঢাকা মঙ্গলবার, ১১ই নভেম্বর ২০২৫, ২৮শে কার্তিক ১৪৩২


শহীদ দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ


২২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:২০

মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানবাধিকার সংস্থা ও এনজিও সৃষ্টি হিউম্যান রাইটস সোসাইটির উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষা উপকরণ ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

২১ ফেব্রুয়ারী শুক্রবার সকালে ঢাকার কেরানীগঞ্জে সংস্থার কার্যলয়ে এসব বিতরণ করা হয়। এ সময় প্রায় শতাধিক শিশু শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, পেন্সিল, সাবান, টুথপেষ্ট ও খাবার বিতরণ করা হয়।

সংস্থার কেরানীগঞ্জ শাখার সভাপতি আনোয়ার হোসেন খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্ভোধন করেন সংস্থার ভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন মুন্না।

সহ-সভাপতি হাবিবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংস্থার সহকারী পরিচালক আরিফ হোসেন, কেরানীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক নাঈম ইসলাম সহ অন্যান্য সদস্যগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় স্কুল ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকাবৃন্দ ও গণমাধ্যম কর্মীরা।