ঢাকা শনিবার, ১৭ই মে ২০২৫, ৩রা জ্যৈষ্ঠ ১৪৩২


নওগাঁর আত্রাইয়ে মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা


১০ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৬

প্রতিকি

নওগাঁর আত্রাইয়ে নিজ ঘরের মধ্যে থেকে গলা কাটা অবস্থায় মাছ ব্যবসায়ী আরিফুল ইসলামের (৩৮)মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার উপজেলার বাঁকা গ্রামে এই ঘটনা ঘটে । নিহত আরিফুল ইসলাম ওই গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আরিফুল এলাকায় বিভিন্ন লোকজনের পুকুর লীজ নিয়ে মাছ চাষ করে থাকেন। রবিবার রাতে খাবার খেয়ে নিজ ঘরে শুয়ে পরেন। আজ সকালে বাড়ির লোকজন ডাকতে গিয়ে গলা কাটা অবস্থায় তার মরদেহ দেখতে পান। এরপর থানা পুলিশ সংবাদ পেয়ে আরিফুলের মৃতদেহ উদ্ধার করে ।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসলেম উীদ্দন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কি কারণে এই হত্যাকান্ড হলো তার সঠিক কারণ তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। এ ব্যাপারের থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।